আমরা যারা এন্ড্রয়েড ব্যবহারে অভ্যস্ত, তারা
ভাল করেই জানি,
এন্ড্রয়েডের আসল মজা
তখনই যখন আপনার
হ্যান্ডসেট টি হবে
রুটেড।
আজ আমি আপনাদের সাথে
শেয়াকরব কিভাবে যেকোনো ব্রান্ড এর ICS(Ice cream sandwitch) or JB(Jelly bean) ফোন/ট্যাব রুট করা যায়। এজন্য কি কি প্রয়জনীয় জিনিসপত্র ও পদক্ষেপ গ্রহণ করতে হবে তা আমি নিচে ধাপে ধাপে বর্ণনা করলাম।
শেয়াকরব কিভাবে যেকোনো ব্রান্ড এর ICS(Ice cream sandwitch) or JB(Jelly bean) ফোন/ট্যাব রুট করা যায়। এজন্য কি কি প্রয়জনীয় জিনিসপত্র ও পদক্ষেপ গ্রহণ করতে হবে তা আমি নিচে ধাপে ধাপে বর্ণনা করলাম।
(বিশেষ দ্রষ্টব্য: রূট করলে হ্যান্ডসেটের ওয়ারেন্টী বাতিল হতে পারে)।
তবে রুট করা
থেকে আনরুট করা
অনেক সহজ, তাই
ওয়ারেন্টী হারাবার তেমন
কোন ভয় থাকেনা। আমি
এখানে যে পদ্ধতি
বর্ণনা করব তা
উদ্ভাবন করেছে XDA Developers, তাই সেট
ব্রেক হওয়ার কোন
সম্ভাবনা নেই।
১।
সর্বপ্রথম আপনাকে এই
‘http://www.mediafire.com/download/hj4eqctd173t3m9/shadohacke.blogspot.com.rar’
টা আপনার কম্পিউটার এ
ডাউনলোড করতে হবে।
২।
এরপর আপনার হ্যান্ডসেট অথবা
টেবলেটের Settings এ গিয়ে
USB Debug Mode অন
করুন এবং USB Cable এর মাধ্যমে কম্পিউটার এর
সাথে কানেক্ট করুন।
ADB Driver অটমেটিকালি ইন্সটল হবে।
৩।
এরপর সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ।
RAR ফাইল টা এক্সট্রাক্ট করুন
ও ওপেন করুন
।সেই
ফোল্ডার থেকে Runme.bat ফাইলটি ওপেন
করুন। 1 সেকেন্ড অপেক্ষা করুন, একটা window ওপেন হবে,
এবার আপনের ফোনের মডেল
যদি লিস্ট এ
না থাকে তাহলে
OTHER সিলেক্ট করুন এবং
enter চাপুন আপনার হ্যান্ডসেটে পাসওয়ার্ড চাইবে।
12345 ব্যবহার করুন অথবা
কোন পাসওয়ার্ড ব্যবহার করবেন
না।
৪।
আপনার হ্যান্ডসেট রিস্টার্ট নেবে।
মেনুতে প্রবেশ করুন।
Super user নামে একটা নূতন
এপ্লিকেশন যোগ হয়েছে
কিনা চেক করুন।
এখন আপনার হ্যান্ডসেট রুটেড হয়েছে।
বি. দ্র: নিজের ত্রুটির জন্য আপনার মোবাইলের কিছু হলে আমরা দায়ী থাকব না.
No comments:
Post a Comment